যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত

নিজস্ব প্রতিবেদক:

Published : ১৭:২৭, ১০ জুলাই ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে মঞ্জিল পরিবহনের একটি বাসের ধাক্কায় মেহেরুন্নেসা ভূমি (২২) নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় তার স্বামী মো. মুসা কালিমুল্লাহ এবং রানা নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মেহেরুন্নেসাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী কালিমুল্লাহ বলেন, স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য আদ-দ্বীন হাসপাতালে যাচ্ছিলাম। যাত্রাবাড়ী ফ্লাইওভারে ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় পেছন থেকে দ্রুতগতিতে এসে মঞ্জিল পরিবহনের বাসটি আমাদের মোটরসাইকেল এবং আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে আমার স্ত্রী ছিটকে পড়ে। আমিও আহত হই। রানা নামে আরেকজনও গুরুতর আহত হন।

নিহত নারীর পরিবার যাত্রাবাড়ীর মাতুয়াইল সাদ্দাম মার্কেট এলাকায় ভাড়া থাকে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার ঘাগড়া গ্রামে। এ দম্পতির একটি কন্যা সন্তান আছে।

আহত রানা মাদারীপুর জেলার শিবচরের বাইরের কান্দি এলাকার বাসিন্দা। বর্তমানে রাজধানীর কদমতলীতে বসবাস করেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। আহত রানার অবস্থা আশঙ্কাজনক।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement