১৯ মিনিটের ভিডিও ভাইরাল, মুখ খুললেন জান্নাত: কী বললেন

১৯ মিনিটের ভিডিও ভাইরাল, মুখ খুললেন জান্নাত: কী বললেন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৫৩, ২ ডিসেম্বর ২০২৫

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক দম্পতিকে ঘিরে তৈরি ১৯ মিনিটের একটি ভিডিও ব্যাপক সাড়া ফেলেছে। কিন্তু ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় বড় ধরনের বিভ্রান্তি।

অনলাইনে প্রচারিত ভুল তথ্যের কারণে সম্পূর্ণ সম্পর্কহীন এক ইনফ্লুয়েন্সারের ওপর দায় চাপানো হয়—নেটিজেনদের এক অংশ দাবি করতে থাকে, ভিডিওটির নায়িকা নাকি তিনিই। এতে শুরু হয় ব্যাপক ট্রলিং ও অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার ঝড়। খবর দ্য ইকনোমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ১৯ মিনিট ৩২ সেকেন্ড দৈর্ঘ্যের ব্যক্তিগত ওই ভিডিওটি ইনস্টাগ্রামে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটির সত্যতা বা উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না পাওয়া গেলেও, কিছু অনলাইন ব্যবহারকারী ভুলভাবে মেঘালয়ের তরুণ ইনফ্লুয়েন্সার সুইট জান্নাতকে ভিডিওর মেয়েটি হিসেবে চিহ্নিত করতে শুরু করেন। কয়েক ঘণ্টার মধ্যেই তার ইনস্টাগ্রামের মন্তব্য বিভাগ ও ইনবক্স ভরে যায় একটাই প্রশ্নে—ভিডিওর মেয়েটি কি তিনি?

এই পরিস্থিতিতে জান্নাত একটি ভিডিও পোস্ট করে গুজবের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেন। প্রায় ৩.৫ লাখ ফলোয়ার থাকা এই ক্রিয়েটর বলেন, “আমাকে আগে ভালো করে দেখো, তারপর ভিডিওর মেয়েটিকে দেখো। কোথায় একই রকম লাগে? বলো—একটুও না।”

তিনি বিরক্তি প্রকাশ করে জানান, সবাই তার কমেন্টে ‘১৯ মিনিট’ লিখে যাচ্ছে এবং অন্য কারও কাজ তার背ে চাপিয়ে দেওয়া হচ্ছে—যা একেবারেই অবাস্তব ও অযৌক্তিক।

হালকা রসিকতার ছলেও জান্নাত বলেন, “ওই মেয়েটা ইংরেজিতে কথা বলে। আর আমি তো ক্লাস ১২ এর পর আর পড়াশোনা করিনি। আমাকে বিনা কারণে ভাইরাল করছেন!”

শেষ পর্যন্ত তিনি হেসে বলেন, “করো ভাইরাল, আমার সমস্যা কী! এতে তো আমার ফলোয়ারই বাড়ছে, ভিউও ভালো আসছে।”

তবে ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা এখনও পরিষ্কার নয়। অনেকেই ধারণা করছেন, এটি হয়তো এআই দিয়ে তৈরি। বিভ্রান্তি দূর করতে জান্নাত তার ইউটিউব চ্যানেলেও একই ব্যাখ্যা প্রকাশ করেছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement