ইউটিউবের নতুন ফিচার ক্রিয়েটরদের জন্য বড় উপহার

ইউটিউবের নতুন ফিচার ক্রিয়েটরদের জন্য বড় উপহার ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বাংলা ভাষায় তৈরি ভিডিও এখন সারা বিশ্বের মানুষ তাদের নিজস্ব ভাষায় উপভোগ করতে পারবে ইউটিউব আনলো এক যুগান্তকারী সুবিধা।

ইউটিউব সম্প্রতি ঘোষণা করেছে নতুন মাল্টি-ল্যাঙ্গুয়েজ ডাবিং ফিচার, যা চালিত হচ্ছে গুগলের অত্যাধুনিক এআই মডেল Gemini দ্বারা।

এই ফিচারের মাধ্যমে আপনি পাবেন:

 ভিডিও স্বয়ংক্রিয়ভাবে অন্য ভাষায় ডাব হবে।

 শুধুমাত্র ভাষা নয়, বজায় থাকবে ভয়েসের টোন ও আবেগ।

 থাম্বনেলও ভাষাভেদে পরিবর্তনের সুযোগ (পরীক্ষামূলকভাবে চালু)।

নির্মাতাদের জন্য সুখবর:

 আলাদা ভাষার চ্যানেল খোলার ঝামেলা নেই।

 এক ভিডিও দিয়েই বিশ্বজুড়ে দর্শক টানা সম্ভব।

 বিদেশি দর্শকদের জন্য আরও প্রাসঙ্গিক ও আকর্ষণীয় উপস্থাপনা।

 ইতিমধ্যেই দেখা যাচ্ছে দর্শকসংখ্যা বৃদ্ধি।

বিশেষ উদাহরণ হিসেবে জনপ্রিয় ইউটিউবার Mark Rober এখন তার প্রতিটি ভিডিও ৩০টিরও বেশি ভাষায় অডিওসহ প্রকাশ করছেন। ফলে দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে ব্রাজিল পর্যন্ত—বিশ্বের নানা প্রান্তের দর্শক তার ভিডিও উপভোগ করছেন।

কার জন্য উপযোগী এই ফিচার?

 নতুন ইউটিউবার যারা দ্রুত অডিয়েন্স বাড়াতে চান।

 যারা একাধিক ভাষায় ভিডিও বানাতে পারছেন না।

 যারা আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছাতে চান।

 ভাষার দেয়াল ভাঙতে চাইছেন।

বিশ্লেষকদের মতে, এআই-চালিত এই ডাবিং কনটেন্ট লোকালাইজেশনকে আরও সহজ করেছে। এখন ছোট-বড় সব ধরনের ক্রিয়েটরই বাংলায় ভিডিও বানিয়ে বৈশ্বিক দর্শককে আকৃষ্ট করতে পারবেন।

অর্থাৎ, আপনার কনটেন্ট এখন আর শুধুমাত্র স্থানীয় নয়, বরং বৈশ্বিক। বাংলায় ভিডিও বানালেও তা সারা দুনিয়া দেখতে পারবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement