আইফোন ১৪ ও ১৫-এ বিনামূল্যে স্যাটেলাইট ইমার্জেন্সি সুবিধা বাড়ল

Published : ১৪:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫
অ্যাপল আইফোন ১৪ ও ১৫ ব্যবহারকারীদের জন্য নতুন ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি বিনা মূল্যে স্যাটেলাইট-নির্ভর ইমার্জেন্সি এসওএস সুবিধা ব্যবহার করার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে।
আইফোন ১৪ সিরিজে ২০২২ সালের নভেম্বরে চালু হওয়া স্যাটেলাইট সংযোগ সুবিধা এখন ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত বিনামূল্যে ব্যবহার করা যাবে। এর ফলে আইফোন ১৪ ও ১৫ ব্যবহারকারীরা এখনো মোবাইল বা ওয়াই-ফাই নেটওয়ার্কের বাইরে থাকলেও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা বা বিপদসংকেত পাঠাতে পারবেন। শুরুতে এই সুবিধা দুই বছরের জন্য দেওয়া হয়েছিল, পরে এক বছর বাড়ানো হয়, এবং সর্বশেষ সিদ্ধান্তে আরও এক বছরের বৃদ্ধি করা হয়েছে।
এর মধ্যে এই সুবিধা একাধিক ব্যবহারকারীর জীবন বাঁচিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ মোট ১৭টি দেশে এই সেবা চালু রয়েছে। এছাড়া, সম্প্রতি উন্মোচন করা অ্যাপল ওয়াচ আলট্রা ৩-এও এই সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে অ্যাপল অন্যান্য পণ্যেও এই ফিচার যুক্ত করতে পারে, যাতে ব্যবহারকারীরা যেকোনো স্থানে সংযুক্ত থাকতে পারেন।
BD/AN