বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুবদলের সম্মাননা ক্রেস্ট প্রদান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুবদলের সম্মাননা ক্রেস্ট প্রদান

The Business Daily Desk

Published : ০০:৪৯, ১১ আগস্ট ২০২৫

জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অসামান্য অবদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

যুক্তরাজ্যের লন্ডনে শনিবার (৯ আগস্ট) যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না তাঁর হাতে ক্রেস্টটি তুলে দেন। ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে মুন্না বলেন, ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে তারেক রহমানের অবদান যুবদলের জন্য গৌরবের মুহূর্ত। এটি তার রাজনৈতিক জীবনের একটি স্মরণীয় ও গর্বময় উপলক্ষ।

যুক্তরাজ্য সফররত আব্দুল মোনায়েম মুন্না চলতি আগস্টের ২১ অথবা ২২ তারিখে দেশে ফিরবেন বলে জানা গেছে।

এদিকে, রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান দেশের নদীগুলোতে পানির ন্যায্য অংশ আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, পদ্মাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

তারেক রহমান বলেন, ক্ষমতায় এসে দেশের জন্য দক্ষ কর্মসংস্থান ব্যবস্থা তৈরি করতে হবে এবং শিক্ষার আলো শিক্ষার্থীদের মধ্যে পৌঁছে দিতে হবে। জনগণের আস্থা অর্জন করাই দলের মূল লক্ষ্য। দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে এবং তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অন্যান্য দল সংস্কারের কথা বললেও বিএনপি আড়াই বছর আগেই সংস্কার দাবি করেছিল। বিএনপি পূর্বেই দূরদর্শিতার প্রমাণ রেখেছে এবং ভবিষ্যতেও নির্ধারিত লক্ষ্য বজায় রাখবে।

তারেক রহমান উল্লেখ করেন, বিগত সরকার গুম, খুন ও হত্যার রাজনীতি করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্রধান লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধার। স্বৈরাচার দেশের অর্থনীতি, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা ধ্বংস করেছে, যা পুনর্গঠন করার কাজ বিএনপি করবে। তিনি জানান, এই লক্ষ্য নিয়েই দল এগিয়ে যাচ্ছে।

এই বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের পাশে থাকার আহ্বান জানান।

BD/Z

শেয়ার করুনঃ
Advertisement