ট্রেনের নিচে বসে প্রেম, পরে যা ঘটলো।

ট্রেনের নিচে বসে প্রেম, পরে যা ঘটলো। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫৯, ২ ডিসেম্বর ২০২৫

প্রেম করতে গিয়ে অনেক সময়ই প্রেমিক-প্রেমিকারা বিভিন্ন বিতর্কিত ঘটনার জন্ম দেন। তবে এবার যা ঘটেছে, তা ছিল সত্যিই ভয়ংকর ও ঝুঁকিপূর্ণ।

নিরিবিলি জায়গা খুঁজে না পেয়ে ভারতের বিহারের এক যুগল সরাসরি পণ্যবাহী ট্রেনের নিচেই ঘনিষ্ঠ হওয়ার মতো বিপদসীমা-ছোঁয়া সিদ্ধান্ত নিয়েছিলেন।

ট্রেনের নিচে বসে থাকা অবস্থায় হঠাৎই ট্রেনটি নড়তে শুরু করলে পরিস্থিতি একেবারে জীবনের ঝুঁকিতে গিয়ে দাঁড়ায়। ইতোমধ্যে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। খবর আনন্দবাজারের।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভিডিওতে দেখা যায়—রেললাইনে বসে একে অপরকে শক্ত করে জড়িয়ে আছেন প্রেমিক-প্রেমিকা। মাথার ওপর দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ওয়াগনের দিকেও তাদের কোনো খেয়াল ছিল না।

হঠাৎ তীক্ষ্ণ শব্দে ট্রেনের বাঁশি বাজতেই ট্রেনটি যাত্রা শুরু করে। ঠিক সেই মুহূর্তে আশপাশে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী ভয়ে চিৎকার করে ওঠেন এবং দ্রুত মোবাইল ফোনে পুরো ঘটনাটি রেকর্ড করতে থাকেন। প

রিস্থিতি যে ভয়াবহ হয়ে উঠছে তা বুঝে, শেষ মুহূর্তে সিনেমার দৃশ্যের মতো করেই লাফিয়ে পড়ে হামাগুড়ি দিয়ে রেললাইন থেকে সরে যেতে সক্ষম হন ওই যুগল।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের তীব্র সমালোচনা শুরু হয়। অধিকাংশই এমন আচরণকে অদূরদর্শিতা, চরম দায়িত্বহীনতা এবং জীবনকে অকারণ ঝুঁকিতে ফেলার সমান বলে মন্তব্য করেছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement