বলিউডের প্রখ্যাত দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তাঁরা বিদেশ সফর শেষে মুম্বাই ফেরার পথে জুহু এলাকায় এই দুর্ঘটনার মুখোমুখি হন।
জানা গেছে, এই সফরটি তারা তাদের দাম্পত্য জীবনের ২৫তম বিবাহবার্ষিকী উদযাপনের জন্য করেছিলেন।
ফেরার সময় বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণ পরেই জুহুর সিলভার বিচ ক্যাফের কাছে একটি নিয়ন্ত্রণহীন মার্সেডিজ গাড়ি একটি অটোরিকশাকে শক্তভাবে ধাক্কা দেয়। ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে অক্ষয় কুমারের নিরাপত্তাকর্মীদের এসকর্ট গাড়িতে আঘাত করে, যা পরে অভিনেতার নিজস্ব বিলাসবহুল গাড়ির সাথেও ধাক্কা খায়। মুহূর্তের মধ্যে চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং অটোরিকশাটি গুরুতরভাবে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই অক্ষয় কুমার নিজের গাড়ি থেকে নেমে যান। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, তিনি এবং তার নিরাপত্তাকর্মীরা মিলে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি সরিয়ে চালক ও এক যাত্রীকে উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। অটোরিকশার চালক ও যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
উল্লেখ্য, টুইঙ্কেল খান্না ও অক্ষয় কুমারের বিয়ে হয় ২০০১ সালে। চলতি বছর তাঁদের দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে তারা বিদেশে সফর করেছিলেন। এ দুর্ঘটনা ঘটলেও দম্পতি এবং আশেপাশের সকলের নিরাপত্তা নিশ্চিত হওয়ায় বড় ধরণের কোনো বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

































