নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাবের অনেকগুলো এখনই বাস্তবায়ন যোগ্য নয় বলে সরকারকে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের মূল আইন গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) কয়েকটি সংশোধনীও রয়েছে। যেসব প্রস্তাবের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা আছে, সেগুলোর বিষয়ে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হলে ইসি তা বাস্তবায়ন করবে। তবে ১০-১২টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ ও আইন মন্ত্রণালয়ে এ মতামত পাঠানো হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের মধ্য থেকে ‘আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর’ বিষয়ে মতামত চেয়ে সরকারের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে ইসি তার এ অবস্থান জানিয়েছে। সরকারের কাছে ইসির মতামত পাঠানোর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।